শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জে বড় গাছে মুকুল নেই

রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বড় গাছে মুকুল নেই

চাঁপাইনবাবগঞ্জে এবার বড় আম গাছগুলোয় পর্যাপ্ত মুকুল আসেনি। ফলে আম উদপাদনে ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। যদিও ছোট গাছগুলো মুকুলে মুকুলে ছেয়ে গেছে। আম গবেষকরা বলছেন, বয়স বেশি হওয়ায় উৎপাদন সক্ষমতা হারিয়েছে পুরনো বাগানের গাছগুলো। আম বাগানগুলো ঘুরে দেখা গেছে, পুরাতন গাছগুলোয় দেখা নেই মুকুলের। ডগায় ডগায় বের হয়েছে নতুন পাতা। উল্টো চিত্র ছোটগাছের বাগানগুলোতে। এসব বাগান ছেয়ে গেছে মুকুলে। কানসাটের আমবাগান মালিক ও আমচাষি শামীম খান জানান, এখন পর্যন্ত গাছে যেটুকু মুকুল এসছে তা ধরে রাখলে এবং আমের কাক্সিক্ষত দাম পাওয়া গেলে তারা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ৩৭ হাজার ৫৮৮ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। আর মুকুল এসেছে ৬০ থেকে ৬৫ শতাংশ গাছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. পলাশ সরকার জানান, চাঁপাইনবাগঞ্জের তিন চতুর্থাংশ বাগানই বড় গাছের। তবে গত ১০ বছরের জেলার বরেন্দ্র অঞ্চলে ছোট গাছের বেশ কিছু বাগান গড়ে উঠেছে। এবার সেসব গাছের ওপরই নির্ভর করবে জেলায় আমের সার্বিক উৎপাদনের পরিমাণ। তবে বড় গাছগুলোয় পর্যাপ্ত মুকুল না আসায় কাক্সিক্ষত আম উৎপাদন হবে না। কারণ এমনিতেই এবার আমের জন্য অফ-ইয়ার।

সর্বশেষ খবর