শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল

নিজস্ব প্রতিবেদক

চিনির দাম কেজিতে ৩০ টাকা বাড়িয়ে ১০০ টাকার ঘোষণা দেওয়ার পরদিনই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকারি বাণিজ্যিক সংস্থা টিসিবি। গতকাল সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগের দামে অর্থাৎ ৭০ টাকা কেজি দরেই পণ্যটি বিক্রি করবে তারা। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, রমজানে  ভোক্তাকে একটু স্বস্তি দিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের ১০০ টাকার চিনি, ৭০ টাকায় দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।

এর আগে সকালে রমজান উপলক্ষে ১ কোটি পরিবারের মধ্যে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ঢাকার তিব্বত মোড় সংলগ্ন পলিটেকনিক মাঠের এ অনুষ্ঠানে তিনি অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, রমজানের পণ্য নিয়ে বাজারে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এস আলমের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারে চিনির সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি। অনুষ্ঠানে জানানো হয়, রমজান উপলক্ষে ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৩০ টাকা দরে ৫ কেজি চাল, ৭০ টাকায় ১ কেজি চিনি, ৬০ টাকা দরে ২ কেজি মসুর ডাল এবং ১৫০ টাকায় এক কেজি খেজুর কিনতে পারবেন টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, অতিরিক্ত পরিচালক আবুল হাসনাত চৌধুরী প্রমুখ।

 

সর্বশেষ খবর