মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

শ্রমিক বিক্ষোভ পুলিশের টিয়ার শেল

সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় ছুটি এবং টিফিনের টাকাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করেন স্টারলিং স্টাইলস লিমিটেড কারখানার শ্রমিকরা। গতকাল সকালে আশুলিয়ার জামগড়ায় স্টারলিং স্টাইলস লিমিটেড কারখানায় এ শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। এক পর্যায়ে বিক্ষোভরতরা কারখানা থেকে বেরিয়ে এসে সড়কে নেমে বিশৃঙ্খলার চেষ্টা করে। এ সময় টিয়ার শেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় শিল্প পুলিশ।

শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ যথাযথভাবে শ্রমিকদের ছুটির টাকা পরিশোধ করে না। এ ছাড়া টিফিনের টাকা বাড়িয়ে দেওয়া, বার্ষিক ছুটিসহ আরও বেশকিছু দাবি ছিল শ্রমিকদের। যা নিয়ে গত কয়েকদিন মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের ঝামেলা চলছিল। কারখানাটির মহাব্যবস্থাপক আবদুল মান্নান মিয়া বলেন, শ্রম আইন অনুযায়ী আশপাশের অন্যান্য কারখানা যেভাবে পরিচালিত হয়, আমাদের এখানেও একইভাবে সবকিছু চলে। তিন দিন ধরে আমাদের শ্রমিকরা অযৌক্তিক কিছু দাবি তুলে আন্দোলন করে আসছিল। এসব ইস্যুতে রবিবার একদিন কারখানা বন্ধ রাখার পর সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে ফ্লোরে না যেয়ে সরাসরি ডাইনিং রুমে গিয়ে তাদের দাবি মেনে নিয়ে ঘোষণা দিতে জোর করে। এক পর্যায়ে তারা আমাদের অন্তত ছয় কর্মীকে মারধর করে কারখানা থেকে বেরিয়ে যায়। মারধরের শিকার আহত স্টাফদের উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুলিয়া শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাছের জনি বলেন, বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে সড়কে নেমে ইট-পাটকেল নিক্ষেপসহ বিশৃঙ্খলার চেষ্টা করলে শিল্প পুলিশ সদস্যরা এক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, সমস্যা সমাধানে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর