বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা
বেতন নেই, পাসপোর্ট জব্দ

মালয়েশিয়ার থানায় অভিযোগ ১৬১ বাংলাদেশির

প্রতিদিন ডেস্ক

মালয়েশিয়ায় আসার পর সাত মাস কোনো কাজ বা বেতন না দেওয়া এবং পাসপোর্ট জব্দ করার ঘটনায় একটি কোম্পানির বিরুদ্ধে চার বাংলাদেশি শ্রমিক কুয়ালালামপুরের সেন্ট্রাল পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন। গতকাল দায়ের করা এই অভিযোগে বলা হয়েছে, ১৬১ জন বাংলাদেশি এই কোম্পানিতে আসার পর থেকে কাজ এবং বেতন ছাড়া অসহায় জীবনযাপন করছেন। ফ্রি মালয়েশিয়া টুডে। ভুক্তভোগী শ্রমিকরা জানিয়েছেন, কোম্পানির লোকেরা তাদের বলেছিলেন, কনস্ট্রাকশন কোম্পানিতে বেসিক ১৫০০ মালয়েশিয়ান রিঙ্গিতে কাজ দেওয়া হবে। এ কথা বলেই তাদের মালয়েশিয়ায় নিয়ে আসা হয়। পরে কুয়ালালামপুরের চৌকিটে তাদের কাজ ও বেতনবিহীন অবস্থান রাখা হয়েছে। তারা আরও বলছেন, ‘মালয়েশিয়ায় আসার প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমাদের কোনো চাকরি বা বেতন দেওয়া হয়নি। আমরাসহ মোট ১৬১ জন শ্রমিক এখানে অনেক কষ্টে আছি। এখানে এরই মধ্যে সাত মাসের বেশি হয়ে গেছে এবং আমরা এখনো বেকার। আমাদের কাছে খাবার কেনার টাকা নেই। আমাদের সবার পাসপোর্ট কোম্পানির মালিকরা আটকে রেখেছে। এই পাসপোর্ট পেতে তাদের প্রত্যেককে ৬ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত দিতে হবে বলে উল্লেখ করেছে।’ অভিযোগ দায়েরকারী চার বাংলাদেশি বলেন, ‘আমরা পুলিশে অভিযোগ করেছি, কারণ আমরা আশা করি পুলিশ এই বিষয়ে হস্তক্ষেপ করবে- যেন কোম্পানি থেকে আমাদের পাসপোর্ট ফেরত পাওয়া যায়।’ উল্লেখ্য, চার বাংলাদেশির অভিযোগ জমা দিতে সাহায্য করেছে প্রবাসী অধিকার নিয়ে কাজ করা স্থানীয় সংগঠন নর্থ-সাউথ ইনিশিয়েটিভ এবং পার্টি সোশালিস্ট মালয়েশিয়া। এই অধিকারকর্মীরা আশা প্রকাশ করেছেন, পুলিশ প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ফিরে পেতে সাহায্য করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর