শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক উদ্যোগ নিতে পারে

মির্জ্জা আজিজুল ইসলাম

অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক উদ্যোগ নিতে পারে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেছেন, পাচার করা অর্থ ফিরিয়ে আনা খুব কঠিন কাজ। সরকার বিভিন্ন সময় নানা উদ্যোগের কথা জানিয়েছে। কোনো দৃশ্যমান ফলাফল আমরা দেখিনি। দেশে তেমন কোনো পাচার করা অর্থ ফেরত আসেনি। এর বড় কারণ অর্থ পাচার হয়ে গেলে সেটা ফিরিয়ে আনা খুবই কঠিন। আইন প্রক্রিয়া মেনে অর্থ ফেরত আনতে হয়। যারা পাচার করেছে তারা এমনিতেই এটা নিয়ে আসবে না। সরকারকে আন্তরিকভাবে বিষয়টি নিয়ে কাজ করতে হবে। এজন্য অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক যৌথভাবে উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য সংস্থার সঙ্গে কথা বলে উদ্যোগ নিতে পারে।

বাংলাদেশ প্রতিদিনকে মির্জ্জা আজিজ আরও বলেন, যে পরিমাণ অর্থ বাইরে পাচার হয়ে যাচ্ছে, তা যদি দেশে বিনিয়োগ করা যেত তাহলে প্রবৃদ্ধি বাড়ানো যেত। বিপুল অঙ্কের অর্থ পাচার হওয়ার কারণে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না এবং কাক্সিক্ষত সুফলও পাওয়া যাচ্ছে না। যারা টাকা বিদেশে পাঠিয়ে দেন, এসব টাকা কোথায়, কোন দেশে যাচ্ছে তা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নিয়ে বের করা দরকার। বের করতে পারলে ওই দেশের আইনি প্রতিষ্ঠানের সহযোগিতায় ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। এটা যদি করা যায় তাহলে ভবিষ্যতে অর্থ পাচার বন্ধ হবে। তা না হলে চলতেই থাকবে। হুন্ডির মাধ্যমে অর্থ দেশ থেকে পাচার হলে সেটা ফেরত আনা সম্ভব নয়। এজন্য সরকারসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বের করতে হবে অবৈধ অর্থের উৎসগুলো কী? সেটা বন্ধ করতে পারলে অর্থ পাচার বন্ধ করা সম্ভব। তিনি বলেন, আরেকটি বিষয় হচ্ছে, যেসব টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে, সেটা ফেরত আনতে কূটনৈতিক ও লিগ্যাল যেসব প্রক্রিয়া রয়েছে সেসব অনুসরণ করে ব্যবস্থা নিতে হবে।

 

 

সর্বশেষ খবর