শিরোনাম
শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

কারা কোন দেশে অর্থ পাচার করেছে জানা জরুরি

ড. জাহিদ হোসেন

কারা কোন দেশে অর্থ পাচার করেছে জানা জরুরি

বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেছেন, সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে কীভাবে পাচারের টাকা উদ্ধার করা যায়। জাতিসংঘ ও বিশ্বব্যাংকের একটি কর্মসূচি আছে বিশ্বের বিভিন্ন দেশের অর্থ পাচার রোধ করার বিষয়ে। সেখানে তারা মূলত কারিগরি সহায়তা দিয়ে থাকে। এই সহায়তা নিয়ে কোন দেশে অর্থ পাচার হয়েছে বা কারা পাচার করেছে তাদের চিহ্নিত করা সহজ হয়। কোথায় পাচার হয়েছে বা কীভাবে পাচার হয়েছে সেটা চিহ্নিত করা গেলে ফেরত আনার কাজটি শুরু করা যেতে পারে।

বাংলাদেশ প্রতিদিনকে ড. জাহিদ হোসেন বলেন, পাচারের অর্থ ফেরত আনতে এককভাবে কিছু করা যাবে না। বিষয়টি আন্তর্জাতিক সমস্যা। তাই কূটনৈতিক প্রক্রিয়া এখানে জরুরি। পাচারকৃত অর্থ ফেরত আনা একটি আইনি প্রক্রিয়া। সংশ্লিষ্ট দেশের সঙ্গে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স (এমএলএ) থাকলে উদ্যোগ নেওয়া যায়। এ প্রক্রিয়ায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ২০১১-১২ সালে সফল হয়েছে। তারা অনেক অর্থ ফেরত এনেছে। তিনি আরও বলেন, দেশীয় আদালতে মামলা করা যায়। এতে অর্থ ফেরত হয়তো পাওয়া যাবে না। তবে একটি চাপ সৃষ্টি করা যায়। তাতে অন্যরা সাবধান হবে। যারা পাচার করে তারা মুনাফার জন্য করে। সেটা নিশ্চিত না করে কেউ নিজে থেকে ফেরত আনবে না। কানাডা, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর এসব দেশে যারা অর্থ পাচার করেছে বলে বিভিন্ন সময় সংবাদ এসেছে তাদের চিহ্নিত করা যাচ্ছে না কেন। চিহ্নিত হলে ফেরতের উদ্যোগ কাজে দেবে। নইলে কোনো কাজ হবে না।

সর্বশেষ খবর