শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ঢাকায় এক রাতে সড়কে গেল চার প্রাণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বনানী, যাত্রাবাড়ী ও মোহাম্মদপুরে এসব ঘটনা ঘটে। এর মধ্যে গতকাল ভোর ৫টায় যাত্রাবাড়ীর কুতুবখালী পকেট গেটে গাড়ির ধাক্কায় ভ্যানচাৃলক আবুল কালাম হাওলাদার (৪২), বৃহস্পতিবার মধ্যরাতে বনানীর কাকলীতে টেইলারিং দর্জি শাহজাহান তালুকদার (৬০) এবং মোহাম্মদপুরের তিন রাস্তা মোড়ে কাভার্ড ভ্যানের চাপায় দুই শিশু আবদুল্লাহ মাহমুদ রিফাত (১১) ও ফাহাদের (১৪) মৃত্যু হয়েছে। বনানীতে মারা যাওয়া শাহজাহান তালুকদারের ভায়রাভাই অহিদুল ইসলাম বলেন, শাহজাহান কাকলিতে মডার্ন টেইলার্সের দর্জি ছিলেন। তিনি রাত আনুমানিক ৯টায় কাজ শেষে বাসায় ফেরার পথে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বনানী থানার এসআই শ্যামল আহমেদ গতকাল বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ সকালে হস্তান্তর করা হয়েছে। তিনি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মৃত ওয়াজেদ খানের ছেলে। পুরান ঢাকার গেন্ডারিয়ায় ভাড়া বাসায় থাকতেন। এদিকে ভ্যানচালক আবুল কালামের মেয়ে লামিয়া জাহান সুমি বলেন, তার বাবা যাত্রাবাড়ী এলাকায় ভ্যানে মালামাল বহন করতেন। ভোরে কুতুবখালীতে অজ্ঞাত কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। যাত্রাবাড়ী থানার এসআই মেহেদী হাসান বলেন, ভোর ৫টায় আবুল কালাম ভ্যান চালিয়ে নারায়ণগঞ্জের বাসার দিকে ফিরছিলেন। অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে সকাল ৯টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার শ্যামলীবাগ গ্রামের মৃত হাবিব হাওলাদারের ছেলে। নারায়ণগঞ্জ সদরের তল্লা গ্রামে পরিবার নিয়ে থাকতেন।

বৃহস্পতিবার মধ্যরাতে মোহাম্মদপুরে তিন রাস্তার মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাবার সঙ্গে মোটরসাইকেলে থাকা দুই শিশু রিফাত (১১) ও ফাহাদের (১৪) মৃত্যু হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আজিজুল ইসলাম বলেন, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড লাগোয়া ময়ূর ভিলার সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি বাইক থেকে দুজন ছিটকে পড়েন। ওই বাইকে আরোহী ছিলেন তিনজন। রাত ১১টায় দোকান বন্ধ করে ব্যবসায়ী আবদুল হাই লিটন তার ছেলে রিফাত ও শ্যালক ফাহাদকে মোটরসাইকেলে করে মোহাম্মদপুর টাউনহল থেকে বছিলার ওপারে ওয়াসপুরের বাসায় ফিরছিলেন। ময়ূর ভিলার কাছে একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়, আর ফাহাদকে পপুলার হাসপাতালে নেওয়ার পর আজ (শুক্রবার) সকালে তার মৃত্যু হয়। পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ ও চালক আবু জাহিদ রাজুকে আটক করেছে।

সর্বশেষ খবর