শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম। শৌচাগারে ধূমপান

মুম্বাই বিমানবন্দরে বাংলাদেশি আটক

কলকাতা প্রতিনিধি

মুম্বাইগামী ইন্ডিগো ফ্লাইটের শৌচাগারে ধূমপানের দায়ে এক বাংলাদেশি নাগরিককে আটক এবং জরিমানা করা হয়েছে। বুধবার মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে সাহার থানা কর্তৃপক্ষ জানিয়েছে। এক সপ্তাহের মধ্যে ধূমপানের এটি দ্বিতীয় ঘটনা। অভিযুক্ত ব্যক্তির নাম কাওসার হোসেন। ২৭ বছর বয়সী কাওসার কাজের জন্য দুবাই গিয়েছিলেন। মঙ্গলবার রাতে সেখান থেকে মুম্বাই ফিরে আসছিলেন। পরে সেখান থেকেই একটি সংযোগকারী ফ্লাইটে তার বাংলাদেশের ঢাকায় যাওয়ার কথা ছিল। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে লিড কেবিন অ্যাটেনডেন্ট রেশমা শেখ লক্ষ্য করেন বিমানের নির্দিষ্ট আসনে কাওসার নেই এবং দীর্ঘ সময় পরও তিনি শৌচাগার থেকে ফিরে আসেননি। এর পরই রেশমা বিমানের শৌচাগারের দরজায় নক করেন এবং তারও কিছুক্ষণ পর কাওসার বেরিয়ে আসেন। সাহার থানায় এফআইআর দায়ের করে কেবিন অ্যাটেনডেন্ট রেশমা জানান, দরজা খোলার পরই ভিতর থেকে ধূমপানের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। তিনি কাওসারকে ধূমপান থেকে বিরত থাকতে বলেন। এরপর তিনি যখন শৌচাগারটি পরীক্ষা করেন। তখন দেখা যায় টয়লেটের প্যানে অর্ধেক পোড়া সিগারেটের টুকরো রয়েছে। পরে সেই যাত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি শৌচাগারের ভিতর ধূমপানের কথা স্বীকার করেন। এরপর তিনি ১২টি সিগারেটসহ একটি প্যাকেট এবং একটি লাইটার হস্তান্তর করেন। ওই কেবিন অ্যাটেনডেন্ট গোটা বিষয়টি পাইলটকে জানান এবং বুধবার ফ্লাইটটি মুম্বাইয়ে অবতরণের পরই কাওসারকে সাহার পুলিশে হস্তান্তর করা হয়। সাহার পুলিশ থানার সিনিয়র ইন্সপেক্টর ধনঞ্জয় সোনাওয়ানে বলেন, ‘আমরা তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করি। আদালত তাকে ৩০ হাজার রুপি জরিমানা করেছেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। বাংলাদেশে অবস্থানরত তার পরিবারকে গ্রেফতারের বিষয়ে জানানো হয়েছে।’ উল্লেখ্য, এর আগে ৫ মার্চ দিল্লি-মুম্বাই ইন্ডিগো ফ্লাইটের শৌচাগারে ধূমপানের জন্য গ্রেফতার করা হয় ৪২ বছর বয়সী এক যাত্রীকে। মোহাম্মদ ফখরুদ্দিন মোহাম্মদ আমিরুদ্দিন নামে ওই ব্যক্তি মুম্বাই থেকে সংযোগকারী ফ্লাইটে রিয়াদে যাচ্ছিলেন।

সর্বশেষ খবর