বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ট্রেনের শিডিউল বিপর্যয়

‘পঞ্চগড় এক্সপ্রেস’ লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে সোমবার রাত ৯টায় ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হওয়ার পর উত্তরবঙ্গে রেল চলাচলে চরম শিডিউল বিপর্যয় হয়েছে। কোনো কোনো ট্রেন সর্বোচ্চ ৯ ঘণ্টা বিলম্বে গন্তব্যে পৌঁছেছে। সোমবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে ট্রেন ফের চলাচল শুরু করলেও উত্তর-পশ্চিমাঞ্চলের সব ট্রেনই বিলম্বে চলাচল করছে। অন্য রুটের ট্রেন চলাচলও পুরোপুরি স্বাভাবিক হয়নি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার রাতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এতে ওই রুটে প্রায় ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর চলাচল শুরু হলেও গতকাল ভোর পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিংহভাগ ট্রেনই সময়মতো ছেড়ে যেতে পারেনি। স্টেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে ধূমকেতু এক্সপ্রেস, তিতাস কমিউটার, নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেস দেরিতে ছেড়ে গেছে। এ ছাড়া লালমণি এক্সপ্রেস ৬ ঘণ্টা ৩৫ মিনিট, রংপুর ২ ঘণ্টা ৪৫ মিনিট, কুড়িগ্রাম ৭ ঘণ্টা ৪০ মিনিট, নীলসাগর ২ ঘণ্টা ৪৫ মিনিট, ধূমকেতু ৩ ঘণ্টা ১০ মিনিট, পদ্মা ৫ ঘণ্টা ২৫ মিনিট, পঞ্চগড় এক্সপ্রেস ৯ ঘণ্টা ৩৫ মিনিট ও চিত্রা এক্সপ্রেস ৬ ঘণ্টা ১৫ মিনিট বিলম্বে ছেড়ে গেছে। কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সোমবার রাতে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর দিবাগত রাত ২টা ২০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে অনেক ট্রেন সময়মতো গন্তব্যে যেতে পারেনি। তাই কমলাপুর থেকেও দেরিতে ছেড়েছে অনেক ট্রেন। শিডিউল অনুযায়ী ট্রেন চলাচলে আরও এক থেকে দুই দিন সময় লেগে যেতে পারে বলে জানান তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর