শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

দিনেও বিস্ফোরণের বিকট শব্দ

মিয়ানমারে যুদ্ধ

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির (এএ) চলমান সংঘাত ব্যাপক আকার ধারণ করেছে। বুধবার সারা রাত গোলাগুলির পর গতকাল দিনেও থেমে থেকে বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে সীমান্তের এপারে। ওপার থেকে ভেসে আসা গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দে নিজ বাড়িতেও চরম আতঙ্কে দিন পার করছেন সীমান্তে বসবাসরত বাংলাদেশিরা। সংঘাত বাড়ায় নতুন করে অনুপ্রবেশের আশঙ্কায় নাফ নদ ও সীমান্তে টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফ সীমান্তের পরিস্থিতির কারণে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। রাখাইন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদ ও সীমান্তে টহল বাড়ানো              হয়েছে। সেন্টমার্টিন ইউপি সদস্য ছৈয়দ আলম বলেন, সেন্টমার্টিনে বুধবার রাতে এবং বৃহস্পতিবার দিনের বেলায় থেমে থেকে গোলা ও মর্টার শেল বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। এতে দ্বীপবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্তের একাধিক সূত্রে জানা যায়, আরাকান আর্মির দখলে থাকা রাখাইনের অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিতে চাইছে জান্তা সরকার। ক্যাম্প ও  চৌকি পুনরুদ্ধারে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে। আর আরাকান আর্মিও নিয়ন্ত্রণ বজায় রেখে নতুন নতুন এলাকা দখল করতে চাইছে। সব মিলিয়ে চলছে দুই পক্ষের হামলা-পাল্টা হামলা। রাখাইন রাজ্যের দুটি গ্রাম হাস্যুরাতা ও নাখ্যংদিয়া থেকে মর্টার শেল বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। নতুন করে ওই এলাকায়ও সংঘাত ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। মংডু শহরের উত্তরে নাকফুরা, বলিবাজার এবং দক্ষিণে হাস্যুরাতা ও নাইক্ষ্যংদিয়ায় আরাকান আর্মি ও সেদেশের সামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘাত চলছে। সীমান্তের এসব এলাকায় মঙ্গলবার রাতে অর্ধশতাধিক বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসে। শব্দ শোনা যায় সেন্টমার্টিন, টেকনাফ সদরের কেরুনতলী, বরইতলী ও জালিয়াপাড়া, নাজিরপাড়া ও খানকার ডেইল, সাবরাংয়ের লেজির পাড়া, আচারবুনিয়া, নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ, হোয়াইক্যংয়ের খারাংখালী, ঝিমংখালী, হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার, ওয়াব্রাং, পুরানবাজার, ফুলের ডেইল, চৌধুরীপাড়াসহ অন্তত ২৫টি গ্রাম থেকে। বুধবার মধ্যরাতে ও বৃহস্পতিবার দিনেও থেমে থেমে মর্টার শেল বিস্ফোরণের শব্দ শুনতে পায় সীমান্তের বাসিন্দারা। টেকনাফ  পৌরসভা, সাবরাংয়ের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে রাতে ও দিনে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসে। গত সোম ও মঙ্গলবারও টেকনাফ  পৌরসভা, হ্নীলা ও হোয়াইক্যং সীমান্তে রাতে ও দিনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপেছে এপারের টেকনাফ সীমান্ত। টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী জাফর আহমদ বলেন, মিয়ানমারের অন্তঃকোন্দল দিন দিন বেড়ে চলেছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে আমাদের ওপর। ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ থমকে গেছে। সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিদ্দিক আহমদ বলেন, এত দিন মিয়ানমারে সংঘাত চললেও তা সাবরাংয়ের মানুষ তেমন উপলব্ধি করতে পারেনি। গেল মঙ্গলবার রাত থেকে বিস্ফোরণের ব্যাপক শব্দ ভেসে আসছে।

সর্বশেষ খবর