শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশের শুল্ক বৃদ্ধিতে ক্ষতি, অভিযোগ ভারতের আঙুর চাষিদের

দীপক দেবনাথ, কলকাতা

ভারতীয় আঙুর আমদানির ওপর ধার্যকৃত শুল্ক কেজি প্রতি ৬৫ টাকা থেকে বাড়িয়ে ১০৪ টাকা করেছে বাংলাদেশ। এ শুল্কহার কমানোর ব্যাপারে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা করেনি বলে অভিযোগ আঙুর চাষিদের। এনিয়ে তারা কেন্দ্রের ওপর অসন্তোষও প্রকাশ করেছে।

ভারতে সাধারণত আঙুরের মৌসুম শুরু হয় ডিসেম্বরে এবং এপ্রিলের শেষ পর্যন্ত তা চলে। দেশটির আঙুর চাষিদের সংগঠন ‘মহারাষ্ট্র রাজ্য দ্রক্ষা বাগায়াতদার সংঘ’ (এমআরডিবিএস) বলছে, আমদানি শুল্ক বৃদ্ধির কারণে আঙুর চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ তারা এখন প্রতি কেজি আঙুর বিক্রি করে ২০-২৫ রুপি কম পাচ্ছে। ভারত প্রতি মৌসুমে প্রায় ২.৬২ লাখ মেট্রিক টন আঙুর রপ্তানি করে, যার মধ্যে শতকরা ২৮ ভাগ রপ্তানি হয় বাংলাদেশে। দেশের মধ্যে মহারাষ্ট্রের নাসিক জেলাই সবচেয়ে বেশি ৮০ শতাংশ আঙুর রপ্তানি করে থাকে। আঙুর চাষি সমিতি দাবি করেছে যে, আমদানি শুল্ক বাড়ানোর পর নাসিক থেকে বাংলাদেশে রপ্তানি প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে। সাধারণত প্রতি মৌসুমে বাংলাদেশ ৬০ হাজার মেট্রিক টন আঙুর এ নাসিক থেকে আমদানি করে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার আঙুর চাষিদের অভিযোগ অস্বীকার করে জানান, ‘কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে চিঠি লিখেছিলেন, সেখানে আঙুরের আমদানি শুল্ক কমানোর জন্য তাদের অনুরোধ করা হয়েছে। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় বাংলাদেশ সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।’

সর্বশেষ খবর