রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সাবেক ভিসিসহ ৫৮ জনের নামে মামলা অনুমোদন দুদকের

নিজস্ব প্রতিবেদক, সিলেট

অস্থায়ী নিয়োগে অনিয়মের অভিযোগে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) সাবেক উপাচার্য, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ ৫৮ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়কে মামলা করতে অনুমোদন দেওয়া হয়। মামলায় অভিযুক্তদের মধ্যে অন্যতম সিমেবির সাবেক উপাচার্য বর্তমানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী ও সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. নঈমুল হক চৌধুরী।

অভিযোগ রয়েছে, নীতিমালা উপেক্ষা করে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ও আমলাদের তদবিরে বিশ্ববিদ্যালয়টিতে অনেককে নিয়োগ দেওয়া হয়। ইউজিসির তদন্তেও নিয়োগে অনিয়মের বিষয়টি উঠে আসে। প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত হয় দেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’।

ওই বছরের নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।

 

সর্বশেষ খবর