রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

ফেসবুকে লাইক নিয়ে সংঘর্ষ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে পৃথক দুটি ঘটনায় কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার শহরের কৃষ্ণচূড়া মোড়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে মারামারি এবং শহরের রাজারহাট এলাকায় এক কিশোরীকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বেশির ভাগেরই বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে এবং প্রায় সবাই স্কুল-কলেজের শিক্ষার্থী। গতকাল দুপুরে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. মুকিত হাসান খান জানান, শুক্রবার রাতে শহরের কৃষ্ণচূড়া মোড়ে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে একা পেয়ে অন্য গ্রুপের লোকজন লোহার পাইপ, হাতুুড়ি ও দেশি অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে আহতের স্বজনরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লষণের মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে। এ ছাড়া শহরের রাজারহাটে এক তরুণীকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে পুলিশ তিন কিশোরকে আটক এবং চাঁদার টাকা উদ্ধার করে। এ দুটি পৃথক ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ফেসবুকে পোস্ট, লাইক বা হাহা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যরা নানা রকমের সংঘাতে লিপ্ত হচ্ছে। গ্রেফতার অধিকাংশই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।

তবে গ্রেফতারদের মধ্যে কয়েকজনের অভিভাবক বিনা অপরাধে পুলিশ তাদের সন্তানদের গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন।

সর্বশেষ খবর