শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

মহাসড়কে নিষিদ্ধ যান চলাচল বন্ধ করতে হবে

---- মসিউর রহমান রাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

মহাসড়কে নিষিদ্ধ যান চলাচল বন্ধ করতে হবে

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা বলেছেন, শুধু গতিসীমা নির্ধারণ করলেই হবে না, মহাসড়কে নিষিদ্ধ যান চলাচল বন্ধ করতে হবে। বিশেষ করে নসিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যান যাতে মহাসড়কে উঠতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে মহাসড়কে দুর্ঘটনা অনেক কমে আসবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মশিউর রহমান রাঙ্গা বলেন, সরকারের এই সিদ্ধান্তে পরিবহন মালিকরা অনেক খুশি। গাড়ির গতি ৮০ কিলোমিটারের ওপরে না উঠলে দুর্ঘটনা কমে যাবে। এতে করে পরিবহন মালিকরা উপকৃত হবেন। আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি। ফলে রাস্তায় যানবাহনের সংখ্যাও বেশি। অনেক গাড়ির লাইসেন্স নেই, ফিটনেস নেই। আবার এমন গাড়িও রাস্তায় চলে যার ড্রাইভারের লাইসেন্স নেই। সরকারকে এসব দিকেও নজর দিতে হবে। এ ছাড়া শহরাঞ্চলে গাড়িভেদে গতিসীমা ভিন্ন হওয়ায় দুর্ঘটনার শঙ্কা রয়েছে। সব যানবাহনকে একই গতিসীমার আওতায় আনলে দুর্ঘটনা কমবে।

সর্বশেষ খবর