শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ২৮

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় জমির ধান কাটা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৮ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৬ জনকে ভর্তি করা হয়েছে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল সকালে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ধান কাটা কেন্দ্র করে বুধবার রাতে স্থানীয় সাইমুন শেখ ও কুদ্দুস মুন্সীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর দুই পক্ষের লোকজন ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে রাতেই ভাঙ্গা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে গতকাল সকাল ৬টার দিকে দুই পক্ষের কয়েক শ লোক ঢাল-সড়কিসহ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ২৮ জন আহত হয়। পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন-আল রশিদ বলেন, ধান কাটা কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ ঘটেছে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ খবর