সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

আসছে যুগ্ম সচিব পদোন্নতি

২৪ ব্যাচের ৩ শতাধিক কর্মকর্তা অপেক্ষায়

ওয়াজেদ হীরা

অতিরিক্ত সচিব পদোন্নতির পর প্রশাসনে এবার আসছে যুগ্ম সচিব পদে পদোন্নতি। বিভিন্ন দফতরে ছয় বছরের বেশি সময় ধরে উপসচিব হিসেবে কাজ করা কর্মকর্তারা যুগ্ম সচিব হওয়ার আশায় আছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন, দ্রুতই এ-সংক্রান্ত কার্যক্রম শুরু হবে। যথাসময়েই পদোন্নতি দেওয়া হবে। যাচাইবাছাই করে আগামী সেপ্টেম্বরের মধ্যে এ পদোন্নতি দেওয়া হতে পারে বলে জানা গেছে।

সচিবালয়ে  বিভিন্ন  মন্ত্রণালয় ও দফতরে এখন আলোচনা চলছে যুগ্ম সচিব পদোন্নতি নিয়ে। বিশেষ করে নিয়মিত ব্যাচ হিসেবে ২৪ ব্যাচের অনেক কর্মকর্তাকে ব্যাচমেট বা সিনিয়রদের কাছে আগ্রহ নিয়ে আলোচনা করতে দেখা গেছে। সবার জানার আগ্রহ কবে শুরু হবে যাচাইবাছাই কার্যক্রম। গত কয়েকদিন কয়েকটি মন্ত্রণালয়ে পদোন্নতি নিয়ে নানা আলোচনা শোনা যায়। অর্থ মন্ত্রণালয়ের এক উপসচিব বলেন, আমরা যোগ্যতা অর্জন করেছি, এখন সিনিয়র স্যাররা কখন কার্যক্রম শুরু করেন তার ওপর নির্ভর করছে অগ্রগতির বিষয়। মন্ত্রিপরিষদের এক কর্মকর্তা বলেন, আমরা অপেক্ষায় আছি। নিয়মিত পদোন্নতি কাজে উৎসাহ জোগায়।

জানা যায়, ২৪ ব্যাচের প্রশাসন ও মার্জ হওয়া ইকোনোমিক মিলে উপসচিব আছেন ৩২৭ জন। তবে যুগ্ম সচিব হওয়ার যোগ্যতা অর্জন করেছেন ৩১৭ জন কর্মকর্তা। নিয়মিত ছাড়াও বিভিন্ন ব্যাচের বঞ্চিত আরও শতাধিকের বেশি কর্মকর্তা আছেন পদোন্নতির আশায়। ২৪ বিসিএস প্রশাসন ক্যাডার চাকরিতে যোগদান করেন ২০০৫ সালের জুলাই মাসে। উপসচিব হিসেবে নিয়মিত পদোন্নতি পান ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি। চলতি বছরের জুলাই মাসে এই কর্মকর্তাদের মোট চাকরিকাল হবে ১৯ বছর। উপসচিব হিসেবে চাকরি করছেন ছয় বছরের বেশি সময় ধরে। জানা গেছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩৪ জন এবং আগামী ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আরও ৪৬ জন যুুগ্ম সচিব অবসরে যাবেন। ইকোনোমিক ক্যাডারের নতুন ৫৪টি পদসহ সরকারের যুগ্ম সচিব হিসেবে অনুমোদিত পদ রয়েছে ৭৮৮টি। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জিইএমএস তথ্য অনুযায়ী কর্মরত আছেন ৯০৩ জন। নতুন করে পদোন্নতি পেলে যুগ্ম সচিবের সংখ্যা স্বাভাবিকভাবেই বাড়বে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, নিয়মিত ব্যাচ হিসেবে ২৪ বিবেচনায় থাকলেও অন্যান্য ব্যাচও থাকবে। প্রারম্ভিক কাজ গুছিয়ে  রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভায় চাহিদা মোতাবেক অন্যান্য কার্যক্রম করবে। সূত্র জানায়, আগামী জুন-জুলাই মাসে পদোন্নতির কার্যক্রম প্রায় চূড়ান্ত করা হবে। তবে আগস্ট শোকের মাসে পদোন্নতির মতো খুশির খবর প্রকাশ করবে না মন্ত্রণালয়। সে কারণে সেপ্টেম্বরে পদোন্নতি সম্ভাবনা রয়েছে। ২৪ ব্যাচ প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, যারা যোগ্য তাদের সঠিক সময়ে পদোন্নতি হোক, সেটা আমরা চাই। সময়মতো পদোন্নতি হলে কর্মকর্তারাও অনুপ্রাণিত হয়। দ্রুত এই কার্যক্রম শুরু হোক সেটাই আমাদের প্রত্যাশা। যথা সময়ে পদোন্নতি পাবে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, বিষয়টি নিয়ে দ্রুতই কাজ শুরু হবে। গতবার আমরা সেপ্টেম্বরে পদোন্নতি দিয়েছিলাম। এবারও নিয়মিত ব্যাচ হিসেবে ২৪ ব্যাচ ওই সময়ে মানে সেপ্টেম্বরের মধ্যে পদোন্নতি পায় সে চেষ্টা থাকবে আমাদের। এর মধ্যেই যাচাইবাছাইও শেষ হবে।

সর্বশেষ খবর