সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

শরণার্থী ক্যাম্পে হামলা, গাজায় নিহত শতাধিক

প্রতিদিন ডেস্ক

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় গতকাল অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এ ছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। সবমিলিয়ে ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অন্তত ১২১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। সূত্র : আল জাজিরা।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজাজুড়ে হামলার মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি আশ্রয় কেন্দ্রের গেটে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় ১২ জন নিহত ও আরও ২৫ জন আহত হয়েছেন। জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে ফালুজাহতে পানির জন্য লাইনে দাঁড়ানো লোকজনের ওপর ইসরায়েল আর্টিলারি হামলা চালালে আটজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া দক্ষিণ গাজার রাফা শহরের একটি বাড়িতে হামলায় তিনজন নিহত হয়েছেন। উত্তর-পশ্চিম রাফাতে একটি গাড়িতে পৃথক হামলায় শনিবার আরও একজন নিহত হন।

সর্বশেষ খবর