সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্পে ফের অস্ত্র উদ্ধার গ্রেফতার ৪

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ চার রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। অভিযানে হ্যান্ডগ্রেনেড, ওয়াকিটকি, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল গতকাল দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ভোররাতে উখিয়া উপজেলার ২০ এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন পুলিশ। এ সময় দুষ্কৃতকারীরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির একপর্যায়ে পালিয়ে যাওয়ার সময় এপিবিএন সদস্যরা চারজন দুর্বৃত্তকে গ্রেফতার করে। তারা হলেন- আমির হোসেন (২৯), জিয়াউর রহমান (৩২), সৈয়দুল আমিন (৩০) এবং মো. হারুন (২২)। পরে গ্রেফতারদের দেওয়া তথ্যে আরসা সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি একনলা বন্দুক, চারটি ওয়ান শুটারগান, একটি দেশি তৈরি ওয়ান শুটারগান, চারটি হ্যান্ডগ্রেনেড, পাঁচ রাউন্ড রাইফেলের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি, এক রাউন্ড শর্টগানের কার্তুজ, ১৪টি রাইফেলের গুলির খোসা, দুটি শর্টগানের খোসা, লোহার বিয়ারিংবল, চার্জারসহ দুটি ওয়াকিটকি, দুটি কিরিচ ও কয়েকটি হেলমেট উদ্ধার করা হয়। গ্রেফতাররা মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সদস্য ও একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান ১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল।

সর্বশেষ খবর