সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার

নেত্রকোনার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় মহাবিপন্ন প্রজাতির একটি বনরুই উদ্ধার হয়েছে। পরে প্রাণীটিকে শনিবার সন্ধ্যায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের কচুগড়া গ্রাম থেকে শুক্রবার স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য অ্যানিমেলস অব সুসং’-এর স্বেচ্ছাসেবকরা উদ্ধার করেন। প্রাণীটি দেখতে কিছুটা মাছের মতো হলেও অদ্ভুত রকমের হাত-পা রয়েছে। হাত-পায়ে আবার নখ, মুখ ও নাক অনেকটা লম্বাটে। আবার পিঠের পুরোটা অংশ জুড়েই মাছের আঁশের মতো। জানা গেছে, ভারত সীমান্তবর্তী কচুগড়া গ্রামের বাবুল মিয়ার বাড়ির পাশের পুকুরে মাছ ধরার প্লাস্টিকের জালে ধরা পড়ে। পরে এটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের নজরে পড়ে গত বৃহস্পতিবার। প্রাণীটি বিরল প্রজাতির এবং অনেক দামি চিহ্নিত হওয়ায় বাবুল মিয়া এটিকে লুকিয়ে রাখেন। কিন্তু স্বেচ্ছাসেবকরা চারদিকে জাল ফেলে প্রাণীটি উদ্ধারে মাঠে নামে।

স্থানীয়দের দেওয়া তথ্যেরভিত্তিতে টানা দুই দিন অনুসন্ধানের পর শুক্রবার সন্ধ্যায় বিরল প্রজাতির এই বনরুই উদ্ধার করে স্বেচ্ছাসেবকরা। ‘সেভ দ্য অ্যানিমেলস অব সুসং’-এর সভাপতি রিফাত আহমেদ রাসেল জানান, সীমান্তবর্তী এই অঞ্চলের প্রায় সময় বিভিন্ন প্রকার বিরল বন্যপ্রাণীর দেখা মিলে। তবে এরকম প্রাণী এবারই প্রথম ধরা পড়েছে। এটি বিরল এবং অনেক দামি একটি প্রাণী। যা সীমান্ত দিয়েই পাচার হয় বিভিন্ন সময়ে। বন বিভাগের দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, স্বেচ্ছাসেবকরা একটি বিরল প্রজাতির বনরুই উদ্ধার করে আমাদের কাছে নিয়ে আসে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের দুজন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের জুনিয়র ওয়ার্ল্ডলাইভ স্কাউট কামরুল ইসলাম জানান, বনরুইটির চিকিৎসা শেষে উপযুক্ত স্থানে অবমুক্ত করা হবে।

সর্বশেষ খবর