সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

বিএনপি নেতা ইশরাক কারাগারে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেনের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুই বছর আগে নাশকতার অভিযোগে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় এ আদেশ দেন আদালত। এতদিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। গত ২৯ ফেব্রুয়ারি নাশকতার ১২ মামলায় হাই কোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন তিনি। 

ইশরাক হোসেনের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানান, ১২ মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন ইশরাক হোসেন। শুনানি শেষে ১১ মামলায় তার স্থায়ী জামিন মঞ্জুর করেন আদালত। তবে পল্টন থানার নাশকতার মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এদিন আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন বর্ধিত করার আবেদন করেন তিনি। শুনানি শেষে আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সর্বশেষ খবর