শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

আধাঘণ্টা বন্ধ মেট্রোরেল, অফিস যাত্রীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

গতকালও আধাঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। যান্ত্রিক ত্রুটির কারণে সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত বন্ধ ছিল  মেট্রোরেল সার্ভিস। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। ভুক্তভোগী সূত্রে জানা যায়, সকালে মিরপুর-১১ নম্বর স্টেশনে এসে মতিঝিলগামী একটি ট্রেন বন্ধ হয়ে যায়। এ সময় প্লাটফর্ম থেকে ঘোষণা করা হচ্ছিল যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচলে বিলম্ব হচ্ছে। একইভাবে মিরপুর-১০ নম্বর স্টেশনে উত্তরাগামী ট্রেনটি আটকে ছিল। চলছিল একই ঘোষণা। পরে সোয়া ১০টার দিকে আবার পূর্বনির্ধারিত বিরতিতেই মেট্রোরেল চলাচল শুরু হয়। মেট্রোরেলের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, অনিবার্য কারণবশত মেট্রোরেল ১৫ মিনিটের বিরতিতে চলাচল করবে। নির্ধারিত বিরতিতে চালু হলে পরবর্তীতে জানানো হবে। অফিসগামী যাত্রীরা বলেন, এভাবে দুদিন পর পর বন্ধ হওয়ায় মেট্রোরেল ভরসা হারাচ্ছে। মেট্রোরেলে সুবিধা পাওয়ায় এখন আর সময় নিয়ে বাসা থেকে বের হতে হয় না। কিন্তু এভাবে হুট হাট চলাচল বন্ধ হলে অনেক সময় জরুরি কাজে বিঘ্ন ঘটে।

সর্বশেষ খবর