শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

ওমান ভিসা দেবে ১২ ক্যাটাগরিতে

নিজস্ব প্রতিবেদক

ওমান সরকার ১২ ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সভাপতি সিরাজুল হকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওমানের সংবাদমাধ্যম টাইমস অব ওমান। প্রতিবেদন অনুযায়ী যেসব ক্যাটাগরিতে ভিসা দেওয়া হবে, তার মধ্যে রয়েছে- ফ্যামিলি ভিসা, গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, ডক্টরস ভিসা, ইঞ্জিনিয়ার্স ভিসা, নার্স ভিসা, টিচার্স ভিসা, অ্যাকাউন্ট্যান্টস ভিসা, ইনভেস্টরস ভিসাসহ অন্যান্য কয়েক ধরনের আনুষ্ঠানিক ভিসা। এর আগে গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান স্থগিত করেছিল ওমান। তখন ‘রয়্যাল ওমান পুলিশ’ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছিল, সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু স্থগিত করা হয়েছে। ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে। তবে কী কারণে ভিসা প্রদান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা আরওপির বিবৃতিতে উল্লেখ করা হয়নি। মাসকাটের বাংলাদেশ দূতাবাস তখন এক বিবৃতিতে জানিয়েছিল, ভিসা প্রদান বন্ধের এই প্রক্রিয়াটি ‘অস্থায়ী’।

সর্বশেষ খবর