রবিবার, ১৬ জুন, ২০২৪ ০০:০০ টা

খুলে দেওয়া হলো বেনজীরের সাভানা পার্ক

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। ১০ দিন বন্ধ থাকার পর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গতকাল সকাল ১০টায় সর্বসাধারণের জন্য গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামের পার্কটি খুলে দেওয়া হয়। পার্কের রিসিভার গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী এ তথ্য জানিয়ে বলেন, দর্শনার্থীরা ১০০ টাকা গেট ফি দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করে ঘুরতে পারছেন। দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কের অধিকাংশ রাইডও খুলে দেওয়া হয়েছে। কিছু রাইড সংস্কার করা হচ্ছে। তবে বন্ধ রয়েছে কটেজ। পার্ক খুলে দেওয়ার বিষয়ে শুক্রবার মহড়া দেওয়া হয়। তখন কিছু দর্শনার্থী পার্কে প্রবেশ করে। এ সময় এ কাজে ব্যবহৃত ডিভাইসগুলো পরীক্ষানিরীক্ষা করা হয়। ওই কর্মকর্তা আরও জানান, ৪ জুন সার্ভার জটিলতা দেখিয়ে পার্কটি সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

 

সর্বশেষ খবর