বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ০০:০০ টা

আবারও কেঁপে উঠল নাফ সীমান্ত

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ আবারও তীব্রতর হয়ে উঠেছে। মাঝে দুই দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে শুরু হয়ে গতকাল বিকাল পর্যন্ত থেমে থেমে মর্টার শেলের বিস্ফোরণের বিকট শব্দে কেঁপেছে নাফ সীমান্ত টেকনাফ। এতে সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে ঘুমাতে পারেনি।

সীমান্তের একাধিক সূত্র জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। উভয় পক্ষের গোলাগুলি ও ভারী গোলার বিস্ফোরণে মংডু, বুচিডং-রাচিডং টাউনশিপ লন্ডভন্ড হয়ে গেছে। তাতে রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়ের সঙ্গে এ তিন শহরের সরাসরি সড়ক ও নৌপথের যোগাযোগ বন্ধ।

সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন, টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাং, শাহপরীর দ্বীপ এলাকায় রবিবার ও সোমবার কোনো শব্দ শোনা যায়নি। তবে গতকাল সকাল ৮টার পর থেকে আবারও থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। শাহপরীর দ্বীপের বাসিন্দা ইমাম হোসাইন মাসুম বলেন, ‘পুরো টেকনাফ উড়ে যাচ্ছে বিস্ফোরণের শব্দে। রাতে ঘুমাতে পারি না ভয়ে। এমন বিস্ফোরণের শব্দ আগে কখনো শুনিনি। মনে হয়েছে আমার বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে।’ সাবরাং ইউনিয়ন পরিষদ (ইউপি)-এর সদস্য ছিদ্দিক আহমদ বলেন, ‘ঈদের আগে ও পরে এ দুই দিন তেমন গোলাগুলির বিকট শব্দ শোনা যায়নি। তবে গতকাল সকাল থেকে আজ পর্যন্ত অনেক বেশি গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ। যার কারণে প্রতিনিয়ত জনমনে আতঙ্ক বিরাজ করছে।’ সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে মানুষ যাতায়াত করতে পারছে না। নৌরুটটি বন্ধ থাকায় দ্বীপের সাড়ে ১০ হাজার মানুষ চিন্তিত। তাদের আতঙ্ক এখনো কাটেনি। ঝুঁকি নিয়ে সাগরপথে চলাচল করতে হচ্ছে। তবে মাঝে মাঝে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে।’ টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, ‘রাখাইনে বিস্ফোরণের ঘটনায় টেকনাফ সীমান্তের প্রতিটি গ্রামে বিশেষ নজর রাখা হয়েছে।’

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘রাখাইনের পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদ ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে।’

সর্বশেষ খবর