বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ০০:০০ টা

নতুন সূচিতে চলছে অফিস

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে অফিস-আদালত। ঈদের পর প্রথম কর্মদিবস থেকেই নতুন সূচিতে অফিসের কার্যক্রম শুরু হয়েছে। ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী।

নতুন সময়সূচি অনুযায়ী গতকাল থেকে অফিস চলছে ৯টা-৫টা। এত দিন অফিস চলেছে বিকাল ৪টা পর্যন্ত। ঈদের পর অফিস খুললেও এখনো চলছে ছুটির আমেজ। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি তুলনামূলক কম। কর্মকর্তা-কর্মকর্তাদের ভাষ্য, ঈদের ছুটি শেষে বুধ ও বৃহস্পতিবার কর্মদিবস থাকলেও কমবেশি ছুটির আমেজই থাকবে। কারণ অনেকেই এ দুই দিন ছুটি নিয়েছেন। এরপর শুক্র-শনি সাপ্তাহিক ছুটি শেষে রবিবার থেকে স্বাভাবিক সময়ের মতো চলবে অফিস। এদিকে ছুটি শেষে অফিস খোলার প্রথম দিন সচিবালয়ে খাদ্য, স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর দফতরে গিয়ে দেখা গেল উপস্থিতি কম। কমবেশি একই চিত্র দেখা গেছে অন্যান্য মন্ত্রণালয়ে। সচিবালয়ে দর্শনার্থীর উপস্থিতিও ছিল একেবারেই হাতেগোনা। প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী; স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন; সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিসকক্ষে সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর