শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

মাটি খুঁড়লেই মিলছে সম্পদ!

বাবুল আখতার রানা, নওগাঁ

মাটি খুঁড়লেই মিলছে সম্পদ!

নওগাঁর পোরশায় জমির মাটি খুঁড়ে পাথর ও মার্বেলের তৈরি নানা ধরনের তৈজসপত্র সংগ্রহ করছেন স্থানীয়রা। মাটি খুঁড়ে মূল্যবান এসব প্রত্নতাত্ত্বিক সম্পদ এক যুগেরও বেশি সময় ধরে এলাকার বাসিন্দারা সংগ্রহ করছেন। বিষয়টি জানাজানি হলেও এগুলো রক্ষায় এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো সংস্থা ব্যবস্থা নেয়নি। জানা গেছে, উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম রঘুনাথপুর গ্রামে প্রত্নতাত্ত্বিক ওই সম্পদ সংগ্রহে প্রতিনিয়ত আবাদি জমি আর আম বাগান খোঁড়াখুঁড়ি করছেন লোকজন। টেকঠা নামক ওই মাঠে প্রায় ১৪ বছর আগে স্থানীয়রা মাটি খনন করলে গর্ত থেকে কিছু মূল্যবান জিনিসপত্র পান। সেগুলোও ছিল পাথর আর মার্বেলের তৈরি ও তসবি জাতীয় জিনিসপত্র। এগুলো দেখতে সুন্দর ও মূল্যবান। এরপর থেকেই এ ধরনের জিনিসপত্র পাওয়ার আশায় মাটি খনন করতে শুরু করে লোকজন। ওই এলাকার যেখানেই মাটি খনন করা হয় সেখানেই মেলে নানা জিনিসপত্র। সকাল থেকে গভীর রাত পর্যন্তও চলে খোঁড়াখুঁড়ির কাজ। পুনর্ভবা নদীর পূর্বপাড়ের প্রায় ৪ কিলোমিটার       এলাকাজুড়ে চলছে মূল্যবান ওই জিনিসপত্র পাওয়ার প্রতিযোগিতা। কেউ নিজ মালিকানাধীন জমিতে আবার কেউ অন্যের কাছ থেকে জমি লিজ নিয়ে খনন করে জিনিসপত্র উদ্ধার করছেন। তবে এসব প্রত্নসম্পদ বেআইনিভাবে সংগ্রহকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করে ২০২২ সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদফতরের রাজশাহী ও রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নওগাঁর পাহাড়পুর জাদুঘরের কাস্টডিয়ান ফজলুল করিম বলেন, অধিদফতর থেকে চিঠি পাওয়ার পর স্থানটি পরিদর্শন করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে আবারও পরিদর্শন করে স্থানটি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

সর্বশেষ খবর