বুধবার, ১০ জুলাই, ২০২৪ ০০:০০ টা
বন্যা পরিস্থিতি

পানি কমলেও কমেনি দুর্ভোগ

প্রতিদিন ডেস্ক

পানি কমলেও কমেনি দুর্ভোগ

বন্যায় রাস্তাঘাট ও হাটবাজার পানির নিচে তলিয়ে থাকায় জামালপুরের ইসলামপুর উপজেলায় গরুর চাড়িতে চড়ে বাজার করছেন দুর্গতরা -বাংলাদেশ প্রতিদিন

দুই দিন ধরে দেশের সবকটি নদনদীর পানি দ্রুত কমছে। তবে, সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনো অগণিত মানুষ পানিবন্দি থাকায় তাদের ভোগান্তি কমেনি। এ অবস্থায় বন্যার্তদের জন্য শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে দুই দিন ধরে সবকটি নদনদীর পানি দ্রুত কমছে। তবে, সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গতকাল সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পাঁচটি পয়েন্টে পানি দ্রুত হ্রাস পেয়েছে। বর্তমানে ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া, চিলমারী ও হাতিয়া পয়েন্টে এখনো বিপৎসীমার অনেক ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। বন্যা কবলিত হয়ে পড়েছেন জেলার নয় উপজেলার ৪৯টি ইউনিয়নের ৪ শতাধিক গ্রাম। এর মধ্যে চর ও দ্বীপচরের ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি জীবনযাপন করছেন।

গাইবান্ধা : গাইবান্ধায় কমছে ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তা নদীর পানি। এর মধ্যে ব্রহ্মপুত্র নদের পানি এখনো বিপৎসীমার ৪৬ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বেড়েছে করতোয়ার পানি। তবে তা বিপৎসীমার ১০২ সেমি নিচে রয়েছে। গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটাসহ চার উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। ফিরতে শুরু করেছে নদী তীরবর্তী এলাকার বাঁধে আশ্রয় নেওয়া মানুষরা। পানি কমলেও বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ রয়ে গেছে। সিরাজগঞ্জ : যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র ৪ সেমি কমে বিপৎসীমার ৪৬ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে এখনো জেলার সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার ৩৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। প্রায় ১৫ দিন ধরে পানিবন্দি অবস্থায় থাকায় বানভাসিদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কর্ম না থাকায় আর্থিক সংকট দেখা দিয়েছে। কোনো কোনো বাড়িতে রান্নার চুলা জ্বলছে না। চিড়া মুড়ি খেয়ে দিনযাপন করছে। হাতে ঘাসহ পানিবাহিত রোগ দেখা দিয়েছে। গবাদি পশুর খাদ্য সংকটের পাশাপাশি গবাদিপশুগুলোও পানিতে থাকায় তাদের পায়ে পচন ধরছে। নারীরা স্যানিটেশন ব্যবস্থা নিয়ে চরম সমস্যায় ভুগছে।

জামালপুর : জামালপুরে যুমনা, ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদনদীর পানি কমতে শুরু করেছে। তবে ভোগান্তি কমেনি। এখনো পানিবন্দি রয়েছে অন্তত দেড় লাখ মানুষ। বন্যার পানি নেমে গেলেও এখনো তলিয়ে রয়েছে শত শত বসতবাড়ি, হাটবাজার, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মাছের ঘেরসহ ৮ হাজার হেক্টর ফসলি জমি। বন্ধ রয়েছে ১৯টি কমিউনিটি ক্লিনিক, ২৫৯টি প্রাথমিক বিদ্যালয় ও ৮৮টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। বন্যা দুর্গতদের জন্য স্থাপিত ১৫টি আশ্রয় কেন্দ্রে কয়েক হাজার পরিবার আশ্রয় নিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর