বুধবার, ১০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

পাহাড় ভাড়ার টাকা আত্মসাৎ, চার্জশিটে সাবেক কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিকসহ চারজনের বিরুদ্ধে ৩৭ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল আদালতে মামলার চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত-১ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফয়সাল কাদের।

এতে অভিযুক্তরা হলেন- চসিকের লালখান বাজারের সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ (মানিক), তার স্ত্রী তাহেরা কবির, জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান কারভি রাকসান্দত দ্রুব এবং প্রকল্প পরিচালক ফয়সাল সিদ্দিকী। দুদক চট্টগ্রামের পিপি কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, সহকারী পরিচালক মো. আবু সাঈদ ২০২১ সালের ৮ নভেম্বর বাদী হয়ে কমিশনের অনুমোদন সাপেক্ষে মামলাটি দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সত্যতা পাওয়ায় সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিকসহ মোট চারজনের বিরুদ্ধে ৩৭ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চার্জশিট দাখিল করেছেন।

সর্বশেষ খবর