সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

শেষ হলো বিলিয়ন রুপির বিয়ে

দীপক দেবনাথ, কলকাতা

শেষ হলো বিলিয়ন রুপির বিয়ে

গোটা বিশ্বের চোখ ছিল আম্বানিপুত্রের বিয়ের দিকে। কেউ বলেন শতাব্দীর সেরা বিয়ে। কেউ বলেন গোটা বিশ্বে নাকি এমন বিয়ে আগে কখনো দেখা যায়নি। আবার কেউ আখ্যায়িত করেছেন, ‘ওয়েডিং অব দ্য ইয়ার’।

এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে পাত্রী ছিলেন ছোটবেলার বান্ধবী রাধিকা মার্চেন্ট। যার বাবা ‘এনকোর হেলথকেয়ার’ সংস্থার সিইও বিরেন মার্চেন্ট। প্রায় ছয় মাসের বেশি সময় ধরে অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠান চলছে। গত শুক্রবার ছিল শুভবিবাহ। মহাধুমধাম ও আড়ম্বরের সঙ্গে ওইদিন চার হাত এক হয় অনন্ত ও রাধিকার। রীতিমতো সনাতনী হিন্দু রীতি মেনে রাধিকা মার্চেন্টের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠপুত্র অনন্ত। গত শনিবার ছিল ‘শুভ আশীর্বাদ’। আর গতকাল রবিবার ছিল তাদের রিসেপশন। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসে এ বিয়ের আসর। যা ছিল কার্যত চাঁদের হাট। এর আগে তিন দিন ধরে দেশের প্রায় সব গণমাধ্যম, সোশ্যাল মিডিয়াজুড়ে আম্বানিদের বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও এবং রেড কার্পেটে অতিথিদের হেঁটে যাওয়া ভাইরাল হয়েছে। বিভিন্ন গণমাধ্যম সূত্রের খবর- আম্বানিদের এই মেগা বাজেটের বিয়ের খরচও আগেকার সব রেকর্ডকে ছাপিয়েছে। বিশ্ববিখ্যাত ব্যক্তি, পারফর্মারদের প্রাইভেট চার্টার বিমানে নিয়ে আসা, থাকা-খাওয়া, তাদের পারিশ্রমিক, উপহার সব মিলিয়ে খরচ প্রায় ৫ হাজার কোটি রুপি। ফোর্বসের তথ্যানুযায়ী, এই খরচের পরিমাণ আম্বানি পরিবারের মোট সম্পদের শতকরা ০.৫ ভাগ মাত্র। পরিসংখ্যান বলছে, ১৯৮১ সালের ২৯ জুলাই প্রিন্সেস ডায়ানা এবং প্রিন্স চার্লসের বিয়েতে খরচ হয়েছিল ১,৩৬১ কোটি রুপি। গত বছর ২০২৩ সালের ২২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং ওই রাজবংশেরই সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাসুম বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই বিয়েতে খরচ হয়েছিল ১,১৪৪ কোটি রুপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর