সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। শরীরের সব অর্গানগুলোর কার্যক্ষমতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংশ্লিষ্ট চিকিৎসকদের সূত্রে এ তথ্য জানা গেছে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে। প্রতিবারই তাঁকে হাসপাতালে জরুরি ভিত্তিতে নিয়ে আসতে হচ্ছে, এটি খুবই উদ্বেগজনক। এবার হাসপাতালে ভর্তির পর তাঁর অবস্থা আরও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিএনপি চেয়ারপারসন মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক নিবিড় তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বোর্ডের সদস্যরা তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। তাঁরা আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বাসায় বিশ্রামে আছেন মির্জা ফখরুল : এদিকে হার্টে এনজিওগ্রাম করার পর থেকে বাসায় বিশ্রামে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তির পর মির্জা ফখরুলের হার্টের এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রামের রিপোর্টও ভালো আসে। হৃদরোগের সমস্যাজনিত কারণে হঠাৎ অসুস্থবোধ করায় গত ১০ জুলাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা শেষে ১১ জুলাই বাসায় ফিরেন তিনি। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি বাসায় বিশ্রামে রয়েছেন।

 ৭৭ বছর বয়সী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তাঁর ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। তাঁকে ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হয়। বিএনপি ও হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ খবর