শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বিটিভি ভবনে হামলা, আগুন

নিজস্ব প্রতিবেদক

বিটিভি ভবনে হামলা, আগুন

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে গতকাল অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বেলা ৩টার দিকে একদল বিক্ষোভকারী বাংলাদেশ টেলিভিশন ভবনে প্রবেশ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

কয়েক শ বিক্ষোভকারী গেট ভেঙে ভিতরে প্রবেশ করে ভবনে থাকা গাড়িসহ স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। এতে রিসিপশন এবং ক্যান্টিনে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এলেও বিক্ষোভকারীরা তাদের ঢুকতে দেয়নি। ফায়ার সার্ভিসের গাড়িও তারা আটকে রাখে। এতে সন্ধ্যায় সম্প্রচার বন্ধ হয়ে যায়। রাতে বিজিবি ভবনের নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন দুপুরে বলেন, আমরা বিটিভি ভবনে অগ্নিসংযোগের খবর পেয়েছি। খবর পেয়ে আগুন নেভানোর জন্য আমাদের গাড়ি রওনা হয়। তবে গাড়ি বিটিভি পর্যন্ত যেতে পারেনি। রাস্তায় বিক্ষোভকারীরা আটকে রেখেছে। বিটিভির পরিচালক (প্রশাসন) রুহুল আমিন বলেন, নিচতলার গ্যারেজসহ বিভিন্ন রুমে আগুন দেওয়া হয়। বিক্ষোভকারীরা বিটিভি ভবনের মূল ফটকে আগুন দেয়। এরপর ভিতরে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা বিটিভির ক্যান্টিনেও আগুন ধরিয়ে দেয়। এতে ভিতরে অনেকেই আটকা পড়েন বলে বিটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়। এতে বলা হয়, ‘বিটিভিতে ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি। ভিতরে আটকা পড়েছেন অনেকে।’ আগুন লাগার পরই বিটিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়। বিটিভির কয়েকজন সাংবাদিক জানিয়েছেন, ভবনের ভিতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে আন্দোলনকারীরা ভবনটি দখলে নিতে চেষ্টা করে। বিটিভির সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকলেও তারা নিজেদের রক্ষায় ব্যস্ত ছিলেন। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া) তালহা বিন জসিম বলেন, বিটিভিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বের হয়। দুটি ইউনিট আগুন নেভাতে বিটিভির ভিতরে প্রবেশ করলে হামলার শিকার হয়। পরবর্তীতে আমরা ফিরে আসি এবং বাইরে অবস্থান করি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর