সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

তলবি সভা ডেকে সুপ্রিম কোর্ট বারের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

তলবি সভা ডেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৪-২৫ সেশনের বাকি মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তলবি সভা থেকে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে সভাপতি ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সাবেক সভাপতি ড. রফিকুল ইসলাম মেহেদী নতুন কমিটির ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, এই কমিটি অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবে এবং অত্র সমিতির ২০২৪-২৫ এর কার্যনির্বাহী কমিটি হিসেবে সব কার্যক্রম পরিচালনা করবেন। সবার সমর্থনে নতুন কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্তটি পাস ও অনুমোদিত হলো। ঘোষিত কমিটির অন্যপদগুলোতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহসভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা। ট্রেজারার রেজাউল করিম রেজা। সহসম্পাদক মো. মাহফুজুর রহমান (মিলন) ও মো. আবদুল করিম। সাত নির্বাহী সদস্য হলেন- সৈয়দ ফজলে এলাহি অভি, এ বি এম ইব্রাহিম খলিল, ফাতেমা আক্তার, মো. শফিকুল ইসলাম, মো. আশিকুজ্জামান নজরুল, মহি উদ্দিন মো. হানিফ ও রাসেল আহম্মেদ। এর মধ্যে সভাপতি পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপির চারজন সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করে আসছিলেন। ব্যারিস্টার কাজলসহ অন্যরা ওই নির্বাচনে অংশ নিলেও বিতর্কিত নির্বাচনের অভিযোগ তুলে ভোট গণনা কার্যক্রম থেকে বিরত ছিলেন। গত ৮ ও ৯ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় ১০ মার্চ। ঘোষিত ফলাফলে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ চার পদে বিএনপি সমর্থিতরা জয়লাভ করেন। অন্যদিকে সম্পাদক পদে সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হকসহ ১০ পদে জয় লাভ করেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ফলাফল পুনর্গণনার দাবি তোলেন বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা। এর ধারাবাহিকতায় গতকাল তলবি সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর