বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

লুট হওয়া ১০৯৭ অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৪৫০টিরও বেশি থানা ও কয়েক শ ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসময় বিভিন্ন থানা থেকে অসংখ্য অস্ত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা। বিভিন্ন সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছ থেকেও অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়। আবার প্রাণ বাঁচাতে অনেক পুলিশ সদস্য অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। এমনকি কারাগার থেকেও অস্ত্র লুট করে দুর্বৃত্তরা। এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে গেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি অস্ত্র উদ্ধারে চলছে অভিযানও। অনেকেই লুট হওয়া অস্ত্র, গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড জমা দিয়ে যাচ্ছেন। আবার অনেক অস্ত্র অভিযানেও উদ্ধার হচ্ছে। গতকাল পর্যন্ত লুট হওয়া ১ হাজার ৯৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও ২০ হাজার ৭৭৮ রাউন্ড গুলি, ১ হাজার ৪৮২টি টিয়ারশেল ও ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গতকাল পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কারও কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটস্থ থানায় জমা দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর