কর্মবিরতি শেষে কাজে ফিরেছেন মেট্রোরেলের আন্দোলনরত কর্মীরা। আগামী রবিবারের মধ্যে চালু হতে যাচ্ছে মেট্রোরেল পরিষেবা। ওইদিন থেকে যাত্রীরা উত্তরা থেকে মতিঝিল চলাচল করতে পারবেন। তবে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন আপাতত বন্ধই থাকছে। গতকাল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো.
এহছানুল হক জাতীয় প্রেস ক্লাব এলাকার মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন। এ সময় সচিব মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রোরেল দ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। তবে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে তিনি জানান। পাশাপাশি সচিব এহছানুল হক এ দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। এ সময় মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত ১৮ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকাল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। সম্প্রতি জানা যায়- লাইন, কোচ এবং সংকেত ব্যবস্থার সবই ঠিক থাকা সত্ত্বেও বেতন বৈষম্যের কারণে কর্মীরা কর্মবিরতিতে থাকায় মেট্রোরেল চালু করা সম্ভব হয়নি। এরই মধ্যে তারা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে গতকাল থেকে কাজে ফেরায় রবিবার থেকে চালু হচ্ছে মেট্রোরেল পরিষেবা।