ভারতীয় ভিসা না পেয়ে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে (আইভিএসি) গিয়ে প্রতিবাদ করেছেন ভিসাপ্রত্যাশীরা। গতকাল যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে এ প্রতিবাদ জানান তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর বেশ কিছু সংখ্যক ভিসাপ্রত্যাশী ভিসা না পাওয়ায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ভিসা না পাওয়ার কারণে অনেককে ভারতবিরোধী স্লোগান দিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে। স্লোগানে বিক্ষুব্ধরা বলেন, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, ভিসা দিলে ভিসা দে নইলে টাকা ফেরত দে। নাম প্রকাশ না করে এক বিক্ষুব্ধ ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে ভিসার জন্য পাসপোর্ট দিয়ে রেখেছি। এখন ভিসাও পাচ্ছি না, পাসপোর্টও দিতে বিলম্ব করা হচ্ছে। এ ঘটনায় ভিসা সেন্টার কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশে তাদের ভিসা সেন্টারের কার্যক্রম সীমিত করতে থাকে। শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে ভিসা সেন্টার বন্ধ রাখে ভারত। সম্প্রতি ঢাকায় যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে সীমিত কার্যক্রম চালু হয়েছে। অন্য ভিসা সেন্টারগুলো এখনো বন্ধ রয়েছে। এতে ভারতীয় ভিসাপ্রত্যাশীরা অনেক বিপাকে রয়েছেন।