শিরোনাম
বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের গণছুটি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের আহ্বানে পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা গণপদত্যাগ ও গণছুটি কর্মসূচি প্রত্যাহার করেছেন। গতকাল এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। এর আগে পবিস কর্মকর্তা-কর্মচারীরা পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পবিস একীভূতকরণসহ চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবি আদায়ে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেয়। দেশের বর্তমান প্রেক্ষাপটে বন্যাদুর্গত মানুষের কথা বিবেচনায়, অন্তর্বর্তী সরকারের বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয় এবং দাবি বাস্তবায়নের আশ্বাসে তারা গতকাল নিজেদের কর্মসূচি প্রত্যাহার করেছেন বলে জানান। গতকাল বিদ্যুৎ ভবনে আন্দোলনকারী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারা। এই বৈঠকের পরেই আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়। গণছুটি প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্যবিরোধী আন্দোলনের তিন সমন্বয়ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং ছাত্র সমন্বয়ক, সুশীল সমাজ ও জনসাধারণের অনুরোধে তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন। এতে পল্লী বিদুত্যায়ন বোর্ডের চেয়ারম্যান এবং বিদ্যুৎ বিভাগ দায়িত্ব নিয়ে আরইবি এবং পবিস-এর রিফর্ম কার্যক্রম ও সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি যৌক্তিক সময়ের মধ্যে সম্পন্ন করবেন এবং অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ দৃশম্যান হবে বলেও পবিস কর্মকর্তা-কর্মচারীদের প্রতিশ্রুতি দিয়েছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর