শিরোনাম
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সীতাকুন্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ, দগ্ধ ১২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে এসএন করপোরেশন নামের একটি শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে ১২ জন অগ্নিদগ্ধ হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাশেম জুট মিলস এলাকার সমুদ্র তীরবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে ইয়ার্ড কর্তৃপক্ষ।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মামুন জানিয়েছেন, প্রাথমিক তথ্যানুযায়ী শিপইয়ার্ডের পাম্প রুমে প্রথমে বিস্ফোরণ হয়, পরে আগুন ধরে যায়। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। তদন্ত চলমান আছে। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, বিস্ফোরণের ঘটনায় আহত অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে তাদের চিকিৎসা চলছে। হাসপাতালে নিয়ে আসা কয়েকজনের শরীরের ৮০-৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। অন্তত নয়জনের অবস্থা আশঙ্কাজনক। এসএন করপোরেশনের ম্যানেজার ওমর ফারুক জানিয়েছেন, একটি জাহাজ কাটার কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। এই অবস্থার মধ্যেই বেলা সাড়ে ১১টার দিকে জাহাজটির ইঞ্জিন রুমে হঠাৎ একটি পাম্পের বিস্ফোরণ ঘটে। ঘটনাটি সম্পূর্ণ অনাকাক্সিক্ষত ও মর্মান্তিক। আহতদের সুচিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতরা হলেন- আহাম্মদ উল্লাহ (৩৮), মোহাম্মদ আল আমিন (২৩), মোহাম্মদ বরকত (২৩), হাবিব আহমেদ (৩৬), নিয়ামুল হক (৩০), আনোয়ার হোসেন (৫০), আবুল কাশেম (৩৯), মোহাম্মদ জাহাঙ্গীর (৪৮), মোহাম্মদ খাইরুল (২১), মোহাম্মদ সাগর (২০) মোহাম্মদ রফিক (৩০) ও মোহাম্মদ সাইফুল (৩০)। এদের মধ্যে অন্তত ৮-৯ জনের শরীরের ৮০ শতাংশের বেশি পুড়ে গেছে।

সর্বশেষ খবর