Bangladesh Pratidin

প্রকাশ : ১৭ মে, ২০১৮ ০৬:৪১ অনলাইন ভার্সন
আপডেট : ১৭ মে, ২০১৮ ১৪:৩৯
পার্কের মালিকের ওপর সিংহের হামলা (ভিডিও)
অনলাইন ডেস্ক
পার্কের মালিকের ওপর সিংহের হামলা (ভিডিও)

দক্ষিণ আফ্রিকায় মারাকেলা প্রিডেটর নামের একটি ওয়াইল্ড লাইফ পার্কের মালিকের ওপর হামলা চালিয়েছে ওই পার্কের এক সিংহ। ৬৭ বছর বসয়ী মালিক মাইক হজ এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের বরাতে এ খবর দিয়েছে।

পার্কের এক দর্শকের ক্যামেরায় ওই ঘটনার ভিডিও ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, খাঁচার মধ্যে ঢুকে সিংহটির কাছাকাছি চলে যান ওই বৃদ্ধ। হঠাৎ সিংহটি মালিকের ওপর হামলে পড়ে। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করলেও সিংহের হাত থেকে বাঁচার জন্য মাইকের গতি যথেষ্ট ছিলো না।

সিংহটি মাইকে কামড়ে ধরে টেনে হিচরে ঝোপের পাশে নিয়ে যায়। এ সময় বাইরে থেকে গুলি ছোড়া হলে মাইকে ছেড়ে পালিয়ে যায় সিংহটি।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে পরে হাসপাতালে নেয়া হয়। গলা এবং চোয়ালে আঘাত পেলেও সেরে উঠছেন তিনি।

 

বিডি প্রতিদিন/ ১৭ মে ২০১৮/ ওয়াসিফ

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow