Bangladesh Pratidin

প্রকাশ : ৯ জুন, ২০১৮ ১১:৩৯ অনলাইন ভার্সন
আপডেট : ৯ জুন, ২০১৮ ১১:৫৮
থানায় ঢুকে পুলিশকে চড় বিধায়কের
অনলাইন ডেস্ক
থানায় ঢুকে পুলিশকে চড় বিধায়কের

থানায় ঢুকে পুলিশ কনস্টেবলকে কষিয়ে চড় মারলেন বিজেপির বিধায়ক।

ভারতের মধ্যপ্রদেশের এ ঘটনার ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যাওয়ার পর থেকেই অভিযুক্ত বিধায়ক চম্পালাল দেবদাস বেপাত্তা।

শুক্রবার রাতে ঘটনাটি ঘটলেও, তা প্রথমদিকে চেপে যাওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। কিন্তু সে প্রচেষ্টা সফল হয়নি।

জানা গেছে, নাবালিকা ধর্ষণে গ্রেফতার হওয়া তিন জনকে ছাড়ানোর জন্য উদয়নগর থানায় এসেছিলেন চম্পালালের ভাতিজা। কিন্তু পুলিশ তাদের ছাড়তে রাজি না হওয়ায়, শুরু হয়ে যায় তর্কাতর্কি। ভাতিজার ফোন পেয়ে থানায় ছুটে আসেন চম্পালাল। আর এর পরেই শুরু হয় তাণ্ডব। ভাতিজার সুরে সুর না মোলানোয় সন্তোষ নামের পুলিশ কনস্টেবলকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কনস্টেবলকে থানার মধ্যেই তিন-তিনবার চড় মারেন চম্পালাল।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow