Bangladesh Pratidin

প্রকাশ : ১০ জুলাই, ২০১৮ ১৫:৪১ অনলাইন ভার্সন
আপডেট : ১০ জুলাই, ২০১৮ ১৫:৫৬
ধ্বংসস্তুপ থেকে নয় ঘণ্টা পর বেঁচে ফিরল শিশুটি
অনলাইন ডেস্ক
ধ্বংসস্তুপ থেকে নয় ঘণ্টা পর বেঁচে ফিরল শিশুটি

জীবিত অবস্থায় শিশুটিকে জঙ্গলের ধ্বংসাবশেষ ও লাঠি-ঝোঁপ দিয়ে চাপা দেয়া হয়েছিল। ভেজা ও ময়লা কাপড়ে জড়িয়ে যুক্তরাষ্ট্রের মন্টানা জঙ্গলে এভাবে নয় ঘণ্টা থাকার পর তাকে উদ্ধার করা হয়। অলৌকিকভাবে বেঁচে গেছে ৫ মাসের শিশুটি। তার শরীর কয়েকটি জায়গায় সামান্য আঘাত লেগেছে ও চামড়া কালো হয়ে গেছে।

তবে  ৪৬ ফারেনহাইট ঠাণ্ডার মধ্যে এত সময় চাপা পড়ে থাকার পরও বড় ধরনের কোনো স্বাস্থ্যগত সমস্য তার হয়নি। সে পুরোপুরিভাবেই সুস্থ আছে বলে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে মন্টানা রাজ্যের মিসৌলা কাউন্টি শেরিফের দফতর কর্তৃপক্ষ।

গত রবিবার রাত আড়াইটায় শিশুটির কান্নার আওয়াজ অনুসরণ করে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির তত্ত্বাবধায়ক ফ্রান্সিস কার্লটন ক্রাউলি (৩২) কে গ্রেফতার করা হয়েছে। শিশুটির সঙ্গে তার কী সম্পর্ক বা শিশুটির মা কে তা এখনো জানা যায়নি। (গার্ডিয়ান অবলম্বনে ফারজানা)

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow