বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

কোলাহল

আল মাহমুদ

কোলাহল

কাব্য লিখতে শিখতে হবে তো কাব্য কি

কবিতা ছাড়াই চলছে জগৎ ভাববো কি

ভাবনার নাই আপনার নাই জগতে কেউ

তার মধ্যেই চলছে পৃথিবী বলবো কি?

 

বলতে বলতে চলে এসেছি তো পৃথিবীর কোণ

গোপনে হারিয়ে দেখছি দাঁড়িয়ে সঙ্গোপন

 

আরেক চেহারা— ছয়টি বেহারা পালকী এক

দুলকী চালেই ছাড়িয়ে যাচ্ছে; ঠিক দুপুরে,

রৌদ্রের ঘোরে, কোন সুদূরে।

 

আমরা চলছি আমাদের তালে; হাতে তালি দিয়ে

বাজিয়ে আওয়াজ, আমাদের নাই-ভয় কিবা লাজ

আমরা শুধুই— আওয়াজ, আওয়াজ!

 

১২ ডিসেম্বর ২০১৫

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর