বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সূর্য উঠলে মনে হয়

রবিউল হুসাইন

সূর্য উঠলে মনে হয় এতদিন পর

এদেশ অন্ধকার ভেদ করে

নিজের পায়ে দাঁড়াতে জেগেছে

ভিন দেশি নিষ্ঠুর বর্বররা যদিও তখন

বাঙালিদের দাঁড়াতে দেয়নি

 

তাই নিজের শরীরের রক্তের নদী উজিয়ে

মরণপণ সাঁতরিয়ে প্রাণের বিনিময়ে

এই সবুজ সুন্দর দেশের কূলে কূলে

গা ঝাড়া দিয়ে পৌঁছে চারিদিকে

গভীর দৃষ্টিতে তাকালো এবং দেখলো

 

অগ্নিদগ্ধ ভিটেমাটি দগদগে অত্যাচারের

নির্মম দৃশ্যাবলী শূন্য ঘরবাড়ি নীরব

নির্জন নিষ্ফলা মাঠ-ঘাট ভাঙা নৌকো বৈঠা

বিরান শস্যভূমি ধ্বংসের পাহাড়-স্তূপ

মৃত গ্রামবাসী সহসা দৃশ্যমান এসব পেরিয়ে

 

এক রক্তাক্ত ছোট্ট মানুষ মাটি ও জলের সঙ্গে

বাংলার লাখ-সবুজ পতাকা আপন করে

হাতে নিয়ে হাঁটি হাঁটি পা পা গুটি গুটি

অগণিত জীবন-হারানো মানুষের মধ্য দিয়ে

কচি কণ্ঠে চীত্কার করে ছোট্ট মুষ্টি উঁচিয়ে

অকুতোভয় বলে ওঠে একলা তীব্র-তীক্ষ স্বরে জয়বাংলা!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর