বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

ডিজিটাল ক্যাশ পেমেন্টের উদ্যোগ সরকারের

হয়রানিমুক্ত, সহজ ও দ্রুত নাগরিকসেবা নিশ্চিতে সব ধরনের ক্যাশ পেমেন্ট ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্য সামনে রেখেই জাতিসংঘের নেতৃত্বাধীন জোট 'বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্স'র (Better Than Cash Alliance)' সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে সরকার। খবর বাংলানিউজের।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং এটুআই (অ্যাকসেস টু ইনফরমেশন) প্রকল্পের প্রকল্প স্টিয়ারিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্সে যোগদান, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে এবং ক্যাশ পেমেন্টকে ইলেক্ট্রনিক পেমেন্টে রূপান্তরের ক্ষেত্রে একটি কার্যকরী পদক্ষেপ। সারা দেশে স্থাপিত পাঁচশতাধিক ডিজিটাল সেন্টারের মাধ্যমে বৃহত্তর আর্থিক সেবাভুক্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য।

 

সর্বশেষ খবর