শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

বেপজার কর্মসংস্থান প্রবৃদ্ধি ১০৭.১০%

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ২০১৪-১৫ অথঅবছরে পূর্ববর্তী অর্থবছরের তুলনায় কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। গত অর্থবছরের বেপজাধীন আটটি ইপিজেডে ৩১,০৮৪ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল ১৫,০০৯ জনের অর্থাৎ কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে ১০৭.১০%। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রূপকল্প ২০২১ বাস্তবায়নে বেপজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত অর্থবছরে নতুন কর্মসংস্থানকৃত ৩১,০৮৪ জন শ্রমিকের মধ্যে কর্ণফুলী ইপিজেডে যুক্ত হয়েছে ৯১৬৭ জন, চট্টগ্রাম ইপিজেডে ৮১৯৪, কুমিল্লা ইপিজেডে ৫৩৪৭, উত্তরা ইপিজেডে ৪৮৬৪, আদমজী ইপিজেডে ৪০৮৪, ঈশ্বরদী ইপিজেডে ১১২৯ এবং মংলা ইপিজেডে ১৮২ জন।

অন্যদিকে ২০১৩-১৪ অর্থবছরে কর্মসংস্থান হয়েছিল ১৫,০০৯ জন বাংলাদেশি নাগরিকের যার মধ্যে কর্ণফুলী ইপিজেডে ৬৫৭৫, আদমজী ইপিজেডে ৫১৩৩, উত্তরা ইপিজেডে ২৪৬০, কুমিল্লা ইপিজেডে ১৭৬১, ঈশ্বরদী ইপিজেডে ১১২৩ এবং ঢাকা ইপিজেডে ৪৮৮ জন। জুন ২০১৫ পর্যন্ত বেপজাধীন আটটি ইপিজেডের ক্রমপুঞ্জিত কর্মসংস্থানের পরিমাণ দাঁড়িয়েছে ৪,২০,১০১। জুন ২০১৪ পর্যন্ত যার পরিমাণ ছিল ৩,৮৯,০১৭। গত অর্থবছরে ১৭টি নতুন শিল্প প্রতিষ্ঠান বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। ২০১৪-১৫ অর্থবছর শেষে বেপজায় উৎপাদনরত শিল্পের সংখ্যা পৌঁছেছে ৪৪৫টিতে যা ২০১৩-১৪ অর্থবছর শেষে ছিল ৪২৮টি। চালু প্রতিষ্ঠানসমূহের মধ্যে ২৪৮টি শতভাগ বিদেশি, ৬৬টি যৌথ মালিকানাধীন এবং ১৩১টি সম্পূর্ণ বাংলাদেশি মালিকানাধীন।

 

সর্বশেষ খবর