বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে

প্রতিদিন ডেস্ক

দেশের দুই শেয়ারবাজারে সপ্তাহের চতুর্থ দিনে ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে দিনের শুরু হয়ে শেষও হয়েছে উত্থান দিয়ে। গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জে মঙ্গলবারের তুলনায় লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর লেনদেন কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬২ কোটি টাকার শেয়ার। যা মঙ্গলবারের তুলনায় ২৫ কোটি টাকা বা ৭ দশমিক ৬০ শতাংশ বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৩ পয়েন্টে।

সর্বশেষ খবর