বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

‘ওলো’র ফোরজি এলটিই

বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ লিমিটেড-ব্র্যান্ড নাম ‘ওলো’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গত ১৩ জুলাই। বর্তমানে এটি দিচ্ছে  দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা, যা কিনা থ্রিজি নেটওয়ার্কের তুলনায় ১০ গুণ বেশি দ্রুতগতিসম্পন্ন। ইতিমধ্যেই ওলোর গ্রাহক সংখ্যা ১৫ হাজার অতিক্রম করেছে। ওলো ফোরজি সিম কার্ডটি যেকোনো ফোরজি সক্রিয় হ্যান্ডসেট বা যন্ত্রে ব্যবহার করা যাবে। এছাড়াও ওলোর রয়েছে নিজস্ব মাইফাই রাউটার। এর সাহায্যে ব্যবহারকারী খুব সহজেই ইন্টারনেট শেয়ার করতে পারবেন (সর্বোচ্চ ৯ জন) । যেকোনো ওয়াইফাই সক্রিয় ডিভাইসের সঙ্গে ওলো মাইফাই রাউটারটি সংযুক্ত করা সম্ভব।  ওলো দেশের বেশ কয়েকটি নির্বাচিত এলাকায় সেবা প্রদান শুরু করেছে। —বিজ্ঞপ্তি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর