বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক তহবিলেই কর্মসংস্থান ৫২ হাজার

রুকনুজ্জামান অঞ্জন

এক তহবিলেই কর্মসংস্থান ৫২ হাজার

সরকারের সমমূলধনি উদ্যোক্তা তহবিলের (ইকুইটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ফান্ড—ইইএফ) মাধ্যমে পরিচালিত প্রকল্পের সংখ্যা হাজারের কাছাকাছি দাঁড়িয়েছে। আর এসব প্রকল্পে বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। এই একটি তহবিল ব্যবহার করে পরিচালিত প্রকল্পগুলোতে এ পর্যন্ত ৫২ হাজার লোকের স্থায়ী ও মৌসুমি কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইইএফ ইউনিট সম্প্রতি এসব তথ্য অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০১ সালে সমমূলধনি তহবিল কার্যক্রম শুরু হওয়ার পর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত কৃষিভিত্তিক শিল্প ও আইসিটি খাতের ৯৪৪টি প্রকল্পে ১ হাজার ৪৫৪ কোটি টাকা বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, সব মিলিয়ে ইইএফ তহবিল থেকে কৃষি খাতে অনুমোদিত প্রকল্পের সংখ্যা ১ হাজার ৯২৩টি, যেখানে মঞ্জুরিকৃত টাকার পরিমাণ ৩ হাজার ৪৫৭ কোটি। এ ছাড়া ১৪০টি আইসিটি প্রকল্পে মঞ্জুরি দেওয়া হয়েছে আরও ২১৮ কোটি টাকা। বিপরীতে আগস্ট পর্যন্ত ৮৫১টি কৃষিভিত্তিক শিল্পের অনুকূলে ১ হাজার ৩৪১ কোটি টাকা এবং ৯৩টি আইসিটি প্রকল্পের অনুকূলে ১১৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে। জানা গেছে, কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতে নতুন নতুন উদ্যোক্তা তৈরির জন্য ১৯৯৬ সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার ওই সময় এ তহবিল গঠনের উদ্যোগ নেয়। ২০০০-২০০১ অর্থবছরের জাতীয় বাজেটে প্রাথমিকভাবে ১০০ কোটি টাকা বরাদ্দের মাধ্যমে ইইএফ বা সমমূলধনি উদ্যোক্তা তহবিল গঠন করা হয়। এ ধরনের তহবিলের বৈশিষ্ট্য হচ্ছে বেসরকারি খাতের সমান বিনিয়োগ দিয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করা। এ কারণে এর নাম দেওয়া হয়েছে সমমূলধনি উদ্যোক্তা তহবিল। যেসব উদ্যোক্তার অন্যান্য সামর্থ্য ও পরিকল্পনা রয়েছে কিন্তু বিনিয়োগ করার মতো যথেষ্ট অর্থ নেই, তারাই এ তহবিল থেকে ঋণ নিয়ে প্রকল্প পরিচালনা করে থাকেন। কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং তথ্যপ্রযুক্তি খাতে এই তহবিল থেকে বিনিয়োগ জোগান দেওয়া হয়। এই তহবিল থেকে নেওয়া ঋণের অর্থ ‘বাইব্যাক’ (ফিরিয়ে দেওয়া) করার বিধান রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০০৯ সালের জুন থেকে এই তহবিলের কার্যক্রম পরিচালনার দায়িত্ব স্থানান্তর করা হয় বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কাছে। তবে ইইএফের নীতিনির্ধারণ, তহবিল ব্যবস্থাপনা ও পারফরমেন্স মনিটরিং কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের হাতে থেকে যায়।

বর্তমানে ইইএফ বা সমমূলধনি উদ্যোক্তা তহবিলকে পৃথকভাবে একটি কোম্পানির মাধ্যমে পরিচালনার প্রস্তাব এসেছে আইসিবির কাছ থেকে।

সর্বশেষ খবর