বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কর্পোরেট কর্নার

কর্পোরেট কর্নার

সম্প্রতি আগারগাঁও-এ অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অনুষ্ঠিত হয়ে গেল নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ‘জলবায়ু তহবিল ও বৈদেশিক উন্নয়ন সহায়তার মধ্যে পার্থক্য : প্রেক্ষিত বাংলাদেশ’ শিরোনামের গবেষণা অনুদানের জাতীয় কর্মশালা। প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।


 

সৌদি আরবের আকাশে ডানা মেলেছে রিজেন্ট এয়ারওয়েজ। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫০ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি দাম্মামে রওনা হয়। এর আগে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদলস্নাহ এইচ এম আল-মুতাইরি।


 

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের ফি বিকাশের মাধ্যমে পরিশোধ  সেবা চালু করতে এডুকেশন সফটওয়্যার ম্যানেজমেন্ট কোম্পানি নেটিজেন আইটি  লিমিটেডের সঙ্গে সমপ্রতি চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম বৃহৎ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড।


 

আমেরিকান ইলেকট্রনিক্স ব্র্যান্ড লিনেক্সের ৮৩তম এক্সক্লুসিভ শো-রুম সম্প্রতি উদ্বোধন হলো দিনাজপুরের বিরলে। উদ্বোধন করেন প্রাক্তন প্রধান শিক্ষক তসির উদ্দীন আহমেদ। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার গোলাম শাহরিয়ার কবীর, ডিভিশনাল সেলস ম্যানেজার মামুনুর রশীদ খান প্রমুখ।


 

‘সমৃদ্ধির পথে, এক সাথে’-এই থিম নিয়ে বিএসআরএম তাদের প্রথম সারির ডিলারদের নিয়ে দিনব্যাপী এক অনুষ্ঠানে আমন্ত্রন জানায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেসাসস রহোন ফেডাসস এর স্বত্বাধিকারী মো. শফিকুর রহমান এবং বিএসআরএমের পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসেন।


 

ব্র্যাক ব্যাংক লিমিটেড নতুন নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনিদের জন্য সম্প্রতি ‘ফান্ডামেন্টাল অব ক্রেডিট রিলেসনশিপ’ শীর্ষক কর্মশালার আয়োজন করে। ডিসেমিনারে কন্সালটিংয়ের প্রতিষ্ঠাতা ও সিইও প্রলয় মজুমদার ঢাকায় ব্র্যাক ব্যাংক লার্নিং সেন্টারে কর্মশালাটি পরিচালনা করেন। -বিজ্ঞপ্তি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর