সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

“উন্নতির লক্ষ্যে রূপান্তর” এগিয়ে যাচ্ছে সিঙ্গার

বছরের শুরুর দিকে সিঙ্গার বাংলাদেশ তুরস্কের কচ গ্রুপের ফ্ল্যাগশিপ উদ্যোগ আর্চেলিক-এর সহযোগিতায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে নিজেদের রূপকল্প ‘ট্রান্সফর্ম ফর গ্রোথ’ বা ‘উন্নতির লক্ষ্যে রূপান্তর’-এর উন্মোচন করে।  এসব রূপান্তরের মূল লক্ষ্য হলো কচ গ্রুপ এবং আর্চেলিক-এর বৈশ্বিক দক্ষতা থেকে অনুপ্রাণিত হওয়া। রূপান্তরের এই ধারাবাহিক প্রক্রিয়া শুরু করার পর সম্প্রতি  ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় তুর্কি অভিনেতা বুরাক ঔজচিভিত এ যাত্রার সহযোগী হন।

সর্বশেষ খবর