১৪ অক্টোবর, ২০১৭ ১৩:৩৮

প্রধান বিচারপতিকে নিয়ে ভ্রান্ত প্রচারণা চালানো হচ্ছে: ইনু

অনলাইন ডেস্ক

প্রধান বিচারপতিকে নিয়ে ভ্রান্ত প্রচারণা চালানো হচ্ছে: ইনু

প্রধান বিচারপতিকে নিয়ে ভ্রান্ত প্রচারণা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি আরও বলেন, প্রধান বিচারপতি কখন কোন মামলার রায় দেবেন এ ব্যাপারে হস্তক্ষেপ করার এখতিয়ার সরকার রাখে না, হস্তক্ষেপ করেওনি।

শনিবার সকালে কুষ্টিয়া সাকির্ট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে ‘বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার জোরপূর্বক প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠিয়েছে’- বিএনপির এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি আদালতের একটা রায়ে উল্লাস প্রকাশ করে মিষ্টি খায়, আরেকটা রায়ে বিক্ষোভ প্রকাশ করে। মূলত তারা আদালতের স্বাধীনতায় বিশ্বাস করে না।

নির্বাচনে বিএনপির অবস্থান সম্পর্কে মন্ত্রী বলেন, বিএনপি এখনও মানসিকভাবে ঠিক করতে পারেনি তারা নির্বাচন করবেন কি করবে না। এই সব প্রস্তাব থেকে প্রমাণ হয় যে, তারা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

বিডি-প্রতিদিন/ ১৪ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর